শিষ্টাচার ছিল বঙ্গবন্ধুর জীবনে অন্যতম প্রধান অনুষঙ্গ: ড.কলিমউল্লাহ

 প্রেস ওয়াচ রিপোর্টঃ শুক্রবার, ০৮,জুলাই,২০২২ খ্রি. তারিখে মুজিব শতবর্ষ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ১০২তম জন্মদিন উপলক্ষ্যে জানিপপ কর্তৃক আয়োজিত বর্ষকালব্যপী জুম ওয়েবিনারে এক বিশেষ সেমিনারের ৩৩৮তম পর্ব অনুষ্ঠিত হয়। জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ইন্টারন্যাশনাল রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক ও সহযোগী অধ্যাপক ফারহানা আক্তার এবং বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ফ্যাকাল্টি কাজী ফারজানা ইয়াসমিন,সিটিজেন বাংলা ডট কম এর সম্পাদক মুশফিকুর রহমান কাজল,নীলফামারীর জল ঢাকা থেকে পিএইচডি গবেষক ফাতিমা তুজ জোহরা ও পিএইচডি গবেষক শামসুন্নাহার লাভলী । সেমিনারে গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেন কুমিল্লার লাকসাম থেকে প্রভাষক কামাল উদ্দিন এবং মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন গোপালগঞ্জস্থ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’র বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার এন্ড বাংলাদেশ স্টাডিজ এর অধীনে পিএইচডি গবেষণারত প্রশান্ত কুমার সরকার। সভাপতির বক্তৃতায় ড.কলিমউল্লাহ বলেন, শিষ্টাচার ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম প্রধান অনুষঙ্গ। প্রশান্ত কুমার সরকার বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। গবেষক শামসুন্নাহার লাভলী বলেন,বঙ্গবন্ধুর ৫৬ বছরের জীবদ্দশায় ৪৬৮২ দিন জেল খেটেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের শ্রেষ্ঠ সময়কে উৎসর্গ করেছেন জনমানুষের কল্যাণের জন্য। মুশফিক কাজল, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ থেকে শিক্ষা নেয়ার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান। পিএইচডি গবেষক ফাতেমা তুজ জোহরা লিমা বিশ্ববিদ্যালয়ের হলে থাকাকালীন জীবনে বিদ্যুৎ এবং পানির অপচয়ের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এভাবে আর চলতে পারে না। বিদ্যুৎ এবং পানি ব্যবহারে অবশ্যই সাশ্রয়ী হতে হবে এবং সতর্ক হতে হবে। জান্নাতুল ফেরদৌস তিথি বলেন, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর প্রকৃত অনুসারী হতে হবে। কথায় কাজে চিন্তায় তার প্রতিফলন ঘটাতে হবে।তবেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে। সেমিনারটি সঞ্চালনা করেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র সহযোগী অধ্যাপক,বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক দিপু সিদ্দিকী। সেমিনারে অন্যান্যদের মধ্যে সংযুক্ত ছিলেন,জান্নাতুল ফেরদৌস তিথি, রাজশাহী থেকে ডা.মনোয়ার।

Share: