শরীয়তপুরের ৩০ গ্রামে ঈদ

শরীয়তপুরে সুরেশ্বর দরবার শরিফ ভক্তরা ৩০ গ্রামে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদ্‌যাপন করছেন।

শনিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

জেলার বিভিন্ন জায়গা থেকে আসা সুরেশ্বরী ভক্তরা ঈদুল আজহার নামাজ আদায় করেন। সুরেশ্বর দরবার শরিফের গদিনশিন বেলাল নূরী ঈদের নামাজ পড়ান এবং খুতবা পাঠ করেন। এ সময় দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করেন কামাল নূরী।

প্রায় দেড়শ বছর আগে থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে  ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন সুরেশ্বরী ভক্তরা।

Share: