হজের জন্য চলছে শেষ মুহূর্তের পরিচ্ছন্নতার কাজ

চলতি বছরের পবিত্র হজকে সামনে রেখে পবিত্র কাবা শরীফের বাইরে মিনা, মুজদালিফা, আরাফাত এবং জামারাতের জায়গাগুলোতে চলছে শেষ মুহূর্তের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। এদিকে এরই মধ্যে বাংলাদেশ থেকে সৌদিতে পৌঁছেছেন ৪০ হাজারেরও বেশি হজযাত্রী।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হবে এ বছরের পবিত্র হজ। ১১২টি ফ্লাইটে এপর্যন্ত সৌদিতে এসে পৌঁছেছেন ৪০ হাজারেরও বেশি বাংলাদেশি হজযাত্রী। সৌদিআরব যাত্রার ফ্লাইট চলবে আগামী ৩ জুলাই পর্যন্ত।

হজ পালন করতে আসা মুসল্লিদের জন্য নেয়া হচ্ছে প্রস্তুতি। সৌদি সরকারের পাশাপাশি বাংলাদেশ থেকে আসা হাজিদের সুবিধার জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের হজ মিশনও।

বাংলাদেশ থেকে আগত হাজিদের সেবা দিতে বাংলাদেশ হজ্ব অফিস জেদ্দা, মক্কা, মদিনায় স্থানীয়ভাবে ২শ মৌসুমী হজ্ব কর্মী নিয়োগ করেছে। এর পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তা, চিকিৎসক, ফার্মাসিস্ট, নার্সসহ ৩ শতাধিক কর্মকর্তাও এসেছেন বাংলাদেশ থেকে।

Share: