রাজধানীর শাহবাগে ছবির হাটের সামনে প্রগতিশীল ছাত্র সংগঠনের মশাল মিছিলে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
সোমবার (৬ জুন) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আহত দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহতরা হলেন- কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সহসভাপতি অনিক রায় (৩০) ও বেসরকারি বিশ্ববিদ্যায় শাখার সাংগঠনিক সম্পাদক অন্তু অরিন্দম (২৬)।
আহতরা জানান, সীতাকুণ্ডের ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ ও সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবিতে মিছিল নিয়ে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র দিকে যাচ্ছিলেন তারা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা পেছন থেকে তাদের ওপর অতর্কিত হামলা করে। এ হামলায় তাদের নেতাকর্মীরা আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহতদের কেউ গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে গেছে।