শাহবাগে মশাল মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ

রাজধানীর শাহবাগে ছবির হাটের সামনে প্রগতিশীল ছাত্র সংগঠনের মশাল মিছিলে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

সোমবার (৬ জুন) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আহত দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আহতরা হলেন- কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সহসভাপতি অনিক রায় (৩০) ও বেসরকারি বিশ্ববিদ্যায় শাখার সাংগঠনিক সম্পাদক অন্তু অরিন্দম (২৬)।

আহতরা জানান, সীতাকুণ্ডের ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ ও সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবিতে মিছিল নিয়ে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র দিকে যাচ্ছিলেন তারা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা পেছন থেকে তাদের ওপর অতর্কিত হামলা করে। এ হামলায় তাদের নেতাকর্মীরা আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহতদের কেউ গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে গেছে।

Share: