মিয়ানমারে ৩৭ দিন কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

প্রেস ওয়াচ রিপোর্টঃমিয়ানমারে আটক বাংলাদেশি ৬ জেলেকে ফেরত আনল বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বিজিবির তৎপরতায় আটকের দীর্ঘ ৩৭ দিন পর তাদেরকে হস্তান্তর করে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি।

বুধবার (০৯ মার্চ) বিকেলে কক্সবাজারের টেকনাফস্থ ২ বিজিবির কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

ফেরত আনা বাংলাদেশি ৬ জেলে হলেন- টেকনাফের নোয়াখালীপাড়ার আব্দু ছোবাহানের ছেলে আব্দুর রহমান, জাফর আহমদের ছেলে কেফায়েত উল্লাহ, নুর আহমদের ছেলে হামিদ উল্লাহ, মিঠাপানির ছড়ার হোছন আলীর ছেলে মুহাম্মদ তৈয়ুব, মোহাম্মদ ছফরের ছেলে আব্দুর রশিদ ও আবু তালেবের ছেলে মোহাম্মদ মামুন।

লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, ১ ফেব্রুয়ারি বাংলাদেশি ৬ জন জেলে ইঞ্জিন চালিত নৌকাযোগে সমুদ্রে মাছ ধরতে গেলে ইঞ্জিন নষ্ট হয়ে তারা মিয়ানমারের সমুদ্র উপকূলে চলে যায়। পরবর্তীকালে বিজিপি তাদের আটক করে জেলে বন্দি রাখে।

 

Share: