সার্ভার জটিলতায় বন্ধ হিলি কাস্টমসের কার্যক্রম

প্রেস ওয়াচ রিপোর্টঃ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভার ত্রুটির কারণে বুধবার (৯ মার্চ) সকাল থেকেই বন্ধ রয়েছে হিলি কাস্টমসের কার্যক্রম। বন্ধ রয়েছে সিঅ্যান্ডএফ এজেন্টের বিল অব এন্ট্রিসহ সব কার্যক্রম।

এতে পেঁয়াজ, আদাসহ কাঁচা পণ্য ছাড় নিয়ে বিপাকে পড়েছে আমদানিকারকসহ সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান।

হিলি কাস্টমসের উপকমিশনার কামরুল ইসলাম জানান, গত শুক্রবার এনবিআরের সার্ভার আপডেট করা হয়েছে। তখন থেকে সার্ভারে কিছুটা দুর্বলতা থাকলেও বুধবার সকাল থেকে পুরোপুরি বন্ধ রয়েছে সার্ভারের সংযোগ। সকাল থেকেই বারবার রাজস্ব বোর্ডের টেকনিশিয়ানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, কথা হচ্ছে। তবে সেখানে সার্ভারের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, ‘রাত ৮টার মধ্যে যদি সার্ভার ঠিক হয়, সে ক্ষেত্রে রাত ১২টা পর্যন্ত আমরা কাজ করব। আর যদি না হয়, সে ক্ষেত্রে বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ৯টা থেকে বিল অব এন্ট্রিসহ সব কার্যক্রম শুরু হবে।’

এ বিষয়ে কাস্টমসে বিল অব এন্ট্রি সাবমিট করতে আসা কয়েকজন সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধি বলেন, ‘এর আগেও সার্ভার জটিলতা থাকলেও সেটা কয়েক ঘণ্টার মধ্যে ঠিক হয়ে যায়। কিন্তু আজ সকাল থেকে একেবারে সার্ভার নেই। সকাল থেকে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা অপেক্ষায় আছেন, আমরাও বিল অব এন্ট্রি নিয়ে অপেক্ষায় আছি।’

Share: