সাম্প্রদায়িকরা অ্যাক্টর, জামায়াত ডিরেক্টর, বিএনপি প্রোডিউসার: ইনু

দিপু সিদ্দিকীঃ

সাম্প্রদায়িকরা অ্যাক্টর, জামায়াত ডিরেক্টর, আর বিএনপি এদের প্রোডিউসার বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

বুধবার (২৬ জানুয়ারি) জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এ কথা বলেন।

১৯৭১  সালে গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়টি ভুলে গেলে চলবে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশের রাজনীতিতে দুটি পক্ষ। একটি দেশের পক্ষে আর একটি বিপক্ষে। দেশে যখন বিস্ময়কর উন্নয়ন চলছে, তখন জাতির পিতার ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। নাশকতার রাজত্ব কায়েমের চেষ্টা করা হচ্ছে। বিএনপি সাম্প্রতিককালে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার হুমকি দিচ্ছে। বাংলাদেশবিরোধী রাজনীতি চলছে। পরিবর্তনের ধারা পাল্টে দিয়ে তারা সংবিধানকে নির্বাসনে পাঠাতে চায়। যুদ্ধের ঢাল হিসেবে এরা নির্বাচনের আগেই ক্ষমতায় যাওয়া নিশ্চিত করতে চায়। এরা সংলাপ আলোচনায় কোনো বিশ্বাস করে না। শান্তি প্রতিষ্ঠা করতে গেলে মৌলিক বিষয়ে অনৈক্য থাকলে চলবে না।

ইনু আরও বলেন, হেফাজত রং পাল্টানো শত্রু। দেশের ভেতরে বাইরে যুদ্ধ চলছে, শেখ হাসিনার উন্নয়নের সুফল উঁইপোকার মতো কুড়ে কুড়ে খাচ্ছে, এটাও স্মরণে রাখতে হবে সবাইকে। এ যুদ্ধ জয়ের বিকল্প কিছু নাই।

Share: