ডেইলি প্রেসওয়াচ রিপোর্টঃ শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত প্রয়াত কাউন্সিলর ও দক্ষিণগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মো. শফিকুল ইসলামের জানাজায় জনতার ঢল ।।
শেষ কথাটিও এলাকার উন্নয়নের জন্য বলেছিলেনঃ মেয়র ব্যারিস্টার শেখ তাপস
কর্মীদের জন্য তিনি একজন আদর্শ ব্যক্তি ছিলেন- সাবের হোসেন চৌধুরী
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ৭৩ নম্বর ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর ও দক্ষিণগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মো. শফিকুল ইসলাম শেষ কথাটিও এলাকার উন্নয়নের জন্য বলেছিলেন বলে জানিয়েছেন ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
২১ মেরাতে নগরীর ৭৩ নম্বর ওয়ার্ডের মানিকদিয়া ক্লাব সংলগ্ন মাঠে প্রয়াত কাউন্সিলর মো. শফিকুল ইসলামের জানাজা পূর্ব স্মৃতিচারণমূলক বক্তব্যে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ কথা জানান।
মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “শেষ কয়েক দিন আগে আমার সাথে দেখা করে গেলেন। আমাকে বললেন – ভাই, আমি একটু অসুস্থ, হাসপাতালে ভর্তি হওয়া লাগগে পারে। কিন্তু তিনি শেষ কথাটিও তাঁর এলাকার উন্নয়নের জন্য বলেছেন। এলাকার কোন কাজটি করতে হবে, সে বিষয়গুলো বিস্তারিত তুলে ধরেছিলেন। আমি আশ্বস্থ করেছিলাম যে, অবশ্যই হবে। আপনি যেগুলো চাচ্ছেন আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সেগুলো করব। কিন্তু আজ এখানে দাঁড়িয়ে
শুধু সেই কথায় মনে পড়ছে – তিনি দেখে যেতে পারলেন না।”
মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, “আমাদের সেটাই অঙ্গীকার থাকবে আমাদের প্রতিশ্রুতি থাকবে – তিনি যে স্বপ্ন দেখেছিলেন – অত্র এলাকার জন্য, এলাকার মানুষের জন্য তিনি যে সকল জনকল্যাণমূলক কাজ হাতে নিয়েছিলেন, ইনশাআল্লাহ আমরা অবশ্যই সেগুলো সম্পন্ন করে তাঁর স্মৃতির প্রতি, তাঁর আত্মার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করব।”
তিনি সবসময় সরলভাবে তাঁর অভিব্যক্তি প্রকাশ করতেন জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “তাঁর চেহারাটা আমার বারবার মনে পড়ছে। তিনি আমাকে ভাই বলে ডাকতেন, আবার মেয়র বলেও ডাকতেন। যখন থেকে তাঁর প্রয়াণের বার্তা শুনেছি তখন থেকে তাঁর সরল উক্তিগুলো, তাঁর সরল কথাগুলো (ভাষাগুলো) শুধু চোখে ভাসছে। আমি তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। তাঁর রুহের মাগফেরাত কামনা করি।
জানাজা পূর্ব স্মৃতিচারণে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেন, “কর্মীদের জন্য তিনি একজন আদর্শ ব্যক্তি ছিলেন। যাকে দেখে তারা অনুপ্রাণিত হতেন। সুতরাং তিনি নাই কিন্তু তাঁর কাজ আমাদের মাঝে থাকবে।”
জানাজা শেষে ঢাদসিক মেয়র মরহুমের মরদেহে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এ সময় অন্যান্যের মাঝে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামালসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ, ঢাদসিক এর বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, ঢাদসিক সচিব আকরামুজ্জামান ও এলাকাবাসী মরহুমের নামাজে জানাজায় অংশগ্রহণ করেন।ঢাদসিক জনসংযোগ কর্মকর্তা মোঃ আবু নাছের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।