প্রেসওয়াচ ডেস্কঃ পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাহাদুর শাহ পার্কে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’ আয়োজিত ‘পালাগানের আসর’ অনুষ্ঠিত হয়।
রবিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এই পালাগানের আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর শিল্পী জালাল সরকার ও তার দল এবং শিল্পী সোনিয়া সরকার ও তার দল ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পালাগান পরিবেশন করেন।