প্রেসওয়াচ ডেস্কঃ মরক্কোর নতুন রাষ্ট্রদূত হিসাবে শাহাদাত হোসেনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রবিবার (১৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৮৪ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা শাহাদাত এর আগে বেলজিয়াম, কাতার, ইতালি ও শ্রীলঙ্কায় রাষ্ট্রদূত হিসাবে কাজ করেছেন। এছাড়া দীর্ঘ ৩৫ বছরের কর্মময় জীবনে তিনি নিউ ইয়র্ক, দিল্লি, ইসলামাবাদ ও কায়রোতে বিভিন্ন পদে কাজ করেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে স্নাতকোত্তর ডিগ্রিধারী শাহাদাত বেলজিয়াম থেকে ফ্রেঞ্চ ভাষায় ডিপ্লোমা অর্জন করেছেন।