রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে

IMG

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। গত ১৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে তাঁর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। প্রথমে তাঁকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা শেষে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে দুই দফা পরীক্ষা নিরীক্ষা শেষে ২১ নভেম্বর তাঁর হার্টে রিং পড়ানোর মাধ্যমে সফলভাবে এনজিওপ্লাস্টি করানো হয়। হাসপাতাল থেকে রিলিজ পেয়ে ২৪ নভেম্বর বাসায় ফিরেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পূর্ণ বিশ্রামে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

রুহুল কবির রিজভীর চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেয়ায় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে ল্যাব এইড হাসপাতালের যেসব চিকিৎসক তাঁর চিকিৎসা দিয়েছেন – তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর রুহুল কবির রিজভীর অবস্থা এতোটাই গুরুতর ছিল যে বলা যায়, মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছেন তিনি। বর্তমানে বাসায় চিকিৎসাধীন রিজভীর শারীরিক অবস্থা অনেকটাই উন্নতি হয়েছে।

গত ১৩ অক্টোবর তাঁর হার্ট অ্যাটাকের পর ল্যাব এইড হাসাপাতালে এনজিওগ্রাম করার পর তাঁর হার্টে একটি ব্লক ধরা পড়লে ইনজেকশনের মাধ্যমে সেটির ৪০ থেকে ৪৫ শতাংশ অপসারণ করা হয়। ১১ নভেম্বর বিএসএমএমইউতে তাঁর হার্টের এমপিআই টেস্ট করা হয়। এমপিআই পরীক্ষায় কিছু সমস্যা ধরা পরে।

তাই ২১ নভেম্বর আবারও তাঁর এনজিওগ্রাম করে হার্টে সমস্যা ধরা পড়ায় ল্যাব এইডের অধ্যাপক ডা. সোহরাবুজ্জামানের নেতৃত্বে রুহুল কবির রিজভীর হার্টে রিং পড়ানো হয়।

Share: