বাহাউদ্দিন নাসিম এবং মেয়র মোহাম্মাদ জাহাঙ্গীর আলম এর ড.কলিমউল্লাহ’র সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বাহাউদ্দিন নাসিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাউথ ওয়ের্স্টান মিডিয়া গ্রুপের ও দৈনিক ভোরের পাতার প্রধান উপদেষ্টা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং দেশীয় নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা জানিপপের চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

গাজীপুর সিটি কর্পোরেশন এর মেয়র জনাব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এর সাথে মাননীয় উপাচার্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) এর চেয়ারম্যান প্রফেসর ড. মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর সোমবার এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
একান্ত আলাপকালে মাননীয় উপাচার্য বর্তমান করোনাকালীন সময়ে বিশেষ উন্নয়নে সরকারের ভূমিকার কথা উল্লেখ করেন। এই পরিস্থিতিতেও বাংলাদেশের উন্নয়ন খাতকে এগিয়ে নেওয়ায় মাননীয় উপাচার্য বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া আলোচনায় দেশের রাজনৈতিক পরিস্থিতিও উঠে আসে।
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ব্যবস্থাপনা উন্নয়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক জনস্বাস্থ্য গবেষক ডাঃ শামীম তালুকদার ও ড. তানভির আবির।
সৌজন্য সাক্ষাৎ শেষে উষ্ণ শুভেচ্ছা ও অভ্যর্থনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে মাননীয় উপাচার্য মহোদয়কে বিদায় জানানো হয়।
Related News
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ১১ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু
মানিকগঞ্জ প্রতিনিধি পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে টানা সাড়ে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরিRead More
উদ্বোধনের অপেক্ষায় পার্বত্য অঞ্চলের প্রথম স্থলবন্দর
প্রেসওয়াচ রিপোর্টঃ খাগড়াছড়ির রামগড় এলাকায় পার্বত্য অঞ্চলের প্রথম স্থলবন্দরটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এই স্থলবন্দরটি চালুRead More