বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের “ফাউন্ডেশন ট্রেনিং” পেশাগত উৎকর্ষতা আনয়নের এক সুবর্ণ সুযোগ

ইতোমধ্যে বিষয়টি নিয়ে যারা অবগত আছেন, তারা জানেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর শিক্ষকদের পেশাগত উন্নয়নের জন্য “ফাউন্ডেশন ট্রেনিং” আয়োজন করে চলেছে। এই প্রশিক্ষণের অংশগ্রহণকারী হিসেবে আমার গতকালের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। যা ফেসবুকে হুবহু এভাবে প্রকাশ করেছি –

“সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানাচ্ছি, শিক্ষকদের জন্য পরিচালিত ৪র্থ ফাউন্ডেশন ট্রেনিং কোর্স -এর তৃতীয় পর্বের সেরা অংশগ্রহণকারী হিসেবে স্বীকৃতি পেয়ে। অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের অনুষ্ঠানের সভাপতি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর-এর মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও স্যারের প্রতি। আমি আজকে যে সম্মাননা পেয়েছি, নিজেকে একটা অবস্থানে নেওয়ার যে প্রচেষ্টা আমার মাঝে তৈরি হয়েছে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিজেকে গড়ার যে সুযোগ পেয়েছি, তার নেপথ্যে অবদান রয়েছে মাননীয় উপাচার্য স্যারের ’ ফাউন্ডেশন ট্রেনিং’- এর মত মহতী উদ্যোগ। স্যারের সার্বক্ষণিক বস্তুনিষ্ঠ পথ নির্দেশনার মাধ্যমে নিজেকে নিয়মিত পরিমার্জন করার সুযোগ পেয়েছি। স্যার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর – কে যে উচ্চতায় নিয়ে যাওয়ার আশা করছেন, নিরলস কাজ করছেন, একই উদ্দেশ্য স্যারের সাথে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। স্যারের পরিমিতিবোধের চর্চা আমাকে সবসময় অনুপ্রেরণা দেয়।

শিক্ষকদের জন্য পরিচালিত ৪র্থ ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের সম্মানিত কোর্স কো-অর্ডিনেটর ড. সাবের আহমেদ চৌধুরী স্যারের সুচিন্তিত বিষয়ভিত্তিক আলোচনা, গঠনমূলক ক্লাস, গবেষণা কর্মে তত্ত্বীয় এবং বাস্তবিক জ্ঞানের নির্দেশনা প্রদান সহ সার্বিকভাবে কোর্সের সমন্বয়করণ – শিক্ষকদের জন্য পরিচালিত এ কোর্সে পরিপূর্ণতা দিয়েছে। মাননীয় উপাচার্য স্যারের উদ্যোগে পরিচালিত এ ট্রেনিং কোর্সে ড. সাবের আহমেদ চৌধুরী স্যারের উপস্থিতি ছিল আমাদের জন্য অত্যাবশ্যক।

যাদের সাথে বেরোবি, রংপুর-এ শিক্ষকতার পথচলা, আমার প্রিয় সহকর্মীবৃন্দকে ধন্যবাদ আমাকে সার্বিকভাবে পরামর্শ প্রদান করার জন্য। তাদের যৌক্তিক সমালোচনা আমার আত্ম উন্নয়ন-এর ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে চলেছে। তাদের সহযোগিতা ও ভালবাসা কখনো ভুলবো না। ”

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর কর্তৃক পরিচালিত ’ফাউন্ডেশন ট্রেনিং’ শিক্ষকদের যথাযথ শিক্ষণ দক্ষতা, পেশাগত উন্নয়ন, গবেষণা কৌশল, উচ্চতর চিন্তন, সমস্যা সমাধান ও জীবন সংশ্লিষ্ট দক্ষতা বৃ্দ্ধিতে সহায়তা করছে। এ প্রশিক্ষণের অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

ইয়াসমিন সুলতানা
প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ
সহকারী পরিচালক, বেরোবি ক্যাফেটেরিয়া
সভাপতি, বিআরইউআর এআরসি
নির্বাহী সদস্য, নবপ্রজন্ম শিক্ষক পরিষদ
সদস্য, বঙ্গমাতা পরিষদ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

Share: