জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পিটিআই সুপারিনটেনডেন্ট রাকিবুল ইসলাম তালুকদার

দিলরুবা নুসরাত নুপুর ঃ প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ এ বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ঠত্ব অর্জন কারীদের মধ্যে ময়মনসিংহ বিভাগের ৩ জনের মধ্যে অন্যতম হলেন জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম তালুকদার। প্রতি বছর এপ্রিল মাসে এ পদকের ঘোষনা হলেও করোনার কারণে বিলম্বিত সদ্য ঘোষিত ফলাফলে তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সুপারিনটেনডেন্ট ক্যাটাগরীতে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

 বর্তমানে ময়মনসিংহ পিটিআইতে সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা  টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নে বাসুদেব বাড়ির এ কৃতি সন্তান তালুকদার বাড়ি জন্মগ্রহণ করেন।তার পিতার মোঃ আঃ আজিজ তালুকদার মাতা রেজিয়া বেগম।তার দাদা জমশেদ আলী তালুকদার দীর্ঘ ২২ বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ভাইঘাট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯২ সালে মানবিক বিভাগ থেকে ৭৯৩ নম্বর পেয়ে এসএসসি এবং ১৯৯৪ সালে ঢাকা কলেজ থেকে ৭৩৬ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন৷ এরপর ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে সমাজকল্যান বিষয়ে ভর্তি হয়ে ১৯৯৭সালে সমাজকল্যানে অনার্স ও ১৯৯৮ সালে মাস্টার্স ২য় শ্রেণি তে উত্তীর্ণ হন ৷২০০২ সালে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড কোর্স সমাপ্ত করেন। ব্যাক্তিগত জীবনে বিবাহিত জনাব তালুকদারের তিন সন্তান ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজে অধ্যয়নরত।
তিনি ২০০১ সালে ১লা সেপ্টেম্বর তারিখে কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ কলেজে প্রভাষক হিসাবে চাকরি জীবন শুরু করেন৷ অতপর গ্রামীন ব্যাংকে ম্যানেজার ও শিক্ষা অধিদপ্তরের অধীনে উপজেলা একাডেমিক সুপারভাইজার পদে দায়িত্ব পালন করেন ৷ ২০০৬ সালে অক্টোবর মাসের ২২ তারিখে  পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট পদে যোগদান করেন৷ পরবর্তীতে ২০১১ সালে সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি পেয়ে মুন্সীগঞ্জ পিটিআইতে যোগদান করেন ৷ ২০১৮ সালে মে মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক পদে যোগদান করেন৷ ২০১৯ সালে এপ্রিল মাসে ময়মনসিংহ পিটিআইতে সুপারিনটেনডেন্ট পদে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন ৷

তিনি ২০১৬ সালে প্রতিটি শিশু শিখবে (ECL) বিষয়ে ভারতে ৭ দিনের প্রশিক্ষণ গ্রহন করেন ৷ ২০১৭ সালে সেপ্টেম্বর মাসে Lesson study বিষয়ে জাপান ও লাউস থেকে এক মাসের প্রশিক্ষণ গ্রহন করেন ৷ এরপর ২০১৯ সালে নভেম্বর মাসে জাপানের হিরোশিমা বিশ্ব বিদ্যালয় থেকে Continuous Professional Development (CPD) বিষয়ে এক মাসের প্রশিক্ষণ গ্রহন করেন ৷
বিভিন্ন দেশ সফরের পাশাপাশি তিনি বিভিন্ন প্রশিক্ষণে কৃতিত্বের সাক্ষর রেখেছেন।দক্ষ,কর্মঠ সৃজনশীল এ মানুষটির কর্মদক্ষতায় ময়মনসিংহ পিটিআইকে একটি আধুনিক ও ডিজিটাল পিটিআইতে পরিনত করেছেন।  জীবনে প্রতিটি ক্ষেত্রে তিনি যেখানেই গেছেন সেখানেই সৃজনশীল কর্মের মাধ্যমে পরিবর্তন এনেছেন।

প্রাথমিক শিক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।তার এই প্রাপ্তিতে জনাব তালুকদার আনন্দিত এবং বাকী সময়টুকু তিনি প্রাথমিক শিক্ষার উন্নয়ণে ও মান সম্মত শিক্ষা বাস্তবায়ণে সর্বোচ্চ চেষ্টা করার ইচ্ছা পোষণ করেন।

Share: