Main Menu

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে শুদ্ধাচার পুরস্কার বিতরণ

রাষ্ট্র ও সমাজে শুদ্ধাচার প্রতিষ্ঠায় কৃতিত্বপূর্ণ অবদান রাখায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে শুদ্ধাচার পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে গণভবন কমপ্লেক্সে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই পুরস্কার বিতরণ করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সামরিক চিকিৎসা সার্ভিসেস মহাপরিদফতরের সদ্য বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মো. ফসিউর রহমান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত অতিরিক্ত সচিব মো. সফিকুল আহম্মদ এবং মন্ত্রণালয়ের ১১-২০তম গ্রেডের কর্মচারীদের মধ্যে সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর আরফাতুন্নেছা শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিরক্ষা সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল পুরস্কারপ্রাপ্তদের হাতে মন্ত্রণালয়ের ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিরক্ষা সচিব বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে সবাইকে দেশপ্রেম নিয়ে সততা ও দক্ষতার সঙ্গে আন্তরিকভাবে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘এরই ধারাবাহিকতায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ২০১৯-২০ অর্থবছরের জন্য ‘শুদ্ধাচার প্রদান নীতিমালা ২০১৭’ অনুযায়ী এই মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দুই জন এবং অধীন দফতর ও সংস্থা প্রধানদের মধ্যে একজনকে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করা হয়।’

সভায় স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব  সেলিনা হক। স্বাস্থ্যবিধি মেনে এই অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং অধীন দফতর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।


Related News