শেকল ভাঙার অঙ্গীকারে মধ্যরাতে রাজপথে মশাল হাতে নেমেছেন নারীরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টা ৫৯ মিনিটে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে ‘শেকল ভাঙার পদযাত্রা’ ব্যানারে মশাল নিয়ে এই কর্মসূচি শুরু করেন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা পেশার ও বয়সের নারীরা।
মশাল ও পোস্টার হাতে এ সময় তারা ‘পুরুষের ক্ষমতা ভেঙে হোক সমতা’, ‘দিনে হোক রাতে হোক সামলিয়ে রাখো চোখ’, ‘নারী থেকে নারীতে বিদ্রোহ ছুঁয়ে যাক’, ‘আমি নির্দোষ আমি নারী, আসল দোষী ধর্ষণকারী’, ‘শোক নয় শক্তি তবেই হবে মুক্তি’, ‘ধর্ষকের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘আর কত অনাচার হাত ভেঙে দাও তার’, ‘প্রীতিলতার বাংলায় ধর্ষণের ঠাঁই নাই’, ‘ইলা মিত্রের বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’, ‘ফুলে নয় গানে নয় বিদ্রোহে কাটবে ভয়’, ‘বিলাপে না হলে হবে তা বিদ্রোহে’, ‘গলা ছেড়ে গাও গান পুরুষতন্ত্র হবে খানখান’, ‘ধর্ষণহীন রাষ্ট্র চাই, নিপীড়কের শাস্তি চাই’ ইত্যাদি স্লোগানে এগিয়ে যেতে থাকেন।
পদযাত্রাটি শাহবাগ থেকে শুরু হয়ে এলিফ্যান্ট রোড হয়ে সায়েন্স ল্যাবরেটরি, সিটি কলেজের সামনে দিয়ে কলাবাগান হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়। এরপর তারা মানিক মিয়া অ্যাভিনিউতে বসে সমাবেশ করেন।