গাজীপুরে দেড় হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস
গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে নারীসহ ১৪ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত এ অভিযানে প্রায় দেড় হাজার অবৈধ আবাসিক এবং প্রায় ছয় কিলোমিটার গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় বিভিন্ন ব্যাসার্ধের পাইপ, চুলা, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিও জব্দ করা হয়। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম জানান, গাজীপুরের বিভিন্ন এলাকার অসাধু লোকজন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে অবৈধ লাইন সংযোগ দিয়ে বিপজ্জনকভাবে গ্যাস ব্যবহার করছে। এসব অবৈধ সংযোগের গোপন সংবাদ পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ও গাজীপুর (জোবিঅ-গাজীপুর)-এর উদ্যোগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা মধ্যপাড়া এলাকার বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে আদালত অবৈধভাবে গ্যাস সংযোগ ও ব্যবহারের দায়ে স্থানীয় আয়াতুল্লাহ সিদ্দিকীকে ৮০ হাজার, শহীদুল্লাহকে ৬০ হাজার, জসীম উদ্দিনকে ৩০ হাজার, আমির হোসেনকে ৫ হাজার, লিমু সরকারকে ২০ হাজার, রহিমা বেগমকে ১০ হাজার, সাবিনাকে ২০ হাজার, পারভীন আক্তারকে ৫ হাজার, সোনাই বিবিকে ২০ হাজার, হাজেরাকে ২০ হাজার, রুবিয়াকে ১০ হাজার, আজিরুনকে ১০ হাজার, ছফুরাকে ৩ হাজার এবং সোহাগকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় প্রায় এক হাজার ২শ’ বাসাবাড়ির দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধভাবে স্থাপিত পাইপ লাইনের সংযোগ বিচ্ছিন্ন ও অপসারণ করা হয়।
তিনি জানান, অভিযান পরিচালনার খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়। স্থানীয় অসাধু চক্রের সদস্যরা বিভিন্ন বাসাবাড়ির মালিকদের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে রাতের আঁধারে এসব অবৈধ সংযোগ দিয়েছিল।
অভিযানকালে গাজীপুর তিতাস গ্যাসের (জোবিঅ-গাজীপুর) ব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ও প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ, উপ-সহকারী প্রকৌশলী সাবিনুর রহমান, বিক্রয় সহকারী আনোয়ার হোসেনসহ টেকনিক্যাল টিম এবং পুলিশ ও আনসার ব্যাটলিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
Related News
উদ্বোধনের অপেক্ষায় পার্বত্য অঞ্চলের প্রথম স্থলবন্দর
প্রেসওয়াচ রিপোর্টঃ খাগড়াছড়ির রামগড় এলাকায় পার্বত্য অঞ্চলের প্রথম স্থলবন্দরটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এই স্থলবন্দরটি চালুRead More
বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনে গণমাধ্যমকর্মীদের এগিয়ে আসার আহ্বান
দেশের বন্যপ্রাণী রক্ষায় অবৈধ বাণিজ্য দমন এবং জনসচেতনতা সৃষ্টিতে এগিয়ে আসতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেRead More