চীনে এবার ব্যাকটেরিয়ার সংক্রমণ, আক্রান্ত ৩ হাজার
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে তিন হাজারের বেশি মানুষ ব্রুসেলোসিস নামের এক ব্যাকটেরিয়ার সংক্রমণে আক্রান্ত হয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত বছর একটি বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে ব্যাকটেরিয়া বের হয়ে যাওয়ার পর এই রোগের প্রাদুর্ভাব শুরু হয়েছে।
গানসু প্রদেশের লানচৌ শহরের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, তিন হাজার ২৪৫ জনের ব্রুসেলোসিস রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। আরও এক হাজার ৪০১ জনের মধ্যে প্রাথমিকভাবে এটির উপস্থিতি শনাক্ত হয়েছে। তবে এখনও এই রোগে কারও মৃত্যু হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, নগরীর ২৯ লাখ বাসিন্দার মধ্যে এ পর্যন্ত ২১ হাজার ৮৪৭ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, এটি প্রাণী থেকে মানুষে এবং মানুষ থেকে প্রাণীতে ছড়ায়। মানুষ থেকে মানুষে এই রোগের সংক্রমণ বিরল। অধিকাংশ মানুষই নোংরা খাবার বা নিশ্বাসের মাধ্যমে ব্যাকটেরিয়া গ্রহণের ফলে এই রোগে আক্রান্ত হয়।
Related News
গড় আয়ু বৃদ্ধিতে ভ্যাকসিনের অবদান অনেক: স্বাস্থ্যমন্ত্রী
দিলরুবা আক্তারঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন , আমাদের দেশের মানুষের যে গড় আয়ু বেড়েছে তাতেRead More
বিদেশগামীদের জন্য আরও ২১ ল্যাব
ডেইলি প্রেসওয়াচ রিপোর্টঃকরোনাভাইরাস পরীক্ষার জন্য বিদেশযাত্রীদের জন্য সরকার আরও ২১টি বেসরকারি পরীক্ষাগারের অনুমোদন দিয়েছে। সেইসঙ্গেRead More