ওবায়দুল কাদেরের পদত্যাগ চাইলেন রিজভী
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানান রিজভী।
দেশে করোনায় আক্রান্ত রোগীর সঠিক সংখ্যা নিয়ে গত ৩ দিন আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের মধ্যে অভিযোগ ও পাল্টা অভিযোগ চলে আসছে। শনিবার রিজভী দাবি করেন, সরকারি তালিকা থেকে ৮২ হাজার করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাদ পড়েছে। রবিবার বিএনপিকে বাদ পড়া তালিকা দিতে আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘অন্ধকারে ঢিল ছুড়ে লাভ নেই।’
এরই পরিপ্রেক্ষিতে রিজভী বলেন, ‘ওবায়দুল কাদেরের উদ্দেশে বলতে চাই, বানোয়াট ও অসত্য কথা বলার ফেরিওয়ালা আপনারা। আপনার অবগতির জন্য জানাচ্ছি ১১ সেপ্টেম্বর ‘নিউ এজ’ পত্রিকাটির প্রধান শিরোনাম দেখুন। ৮২ হাজার নয়, ৮৪ হাজার করোনা রোগী সরকারের ডাটাবেজের অন্তর্ভুক্ত করা হয়নি। ডিজি হেলথ সার্ভিস কি সরকারি নাকি বিরোধী দলীয় প্রতিষ্ঠান? এটি প্রত্যক্ষভাবে একটি সরকারি প্রতিষ্ঠান। তাদের ডাটাবেজ থেকে ৮৪ হাজার রোগীর নাম হারিয়ে গেল কীভাবে? এই তথ্যটি এমন একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যেটি জনগণের নিকট বিশ্বাসযোগ্য গণমাধ্যম।’
Related News
দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে বিএনপির সহযোগিতা চাইলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
দিপু সিদ্দিকীঃ দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে বিএনপির সহযোগিতা চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুলRead More
কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই: ভাইয়ের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের
প্রেসওয়াচ রিপোর্টঃ ওবায়দুল কাদের ও তার ভাই আবদুল কাদের মির্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুলRead More