বারডেমের সামনে নব্জাতক শিশুকে উদ্ধার করল পুলিশ

রাজধানীর বারডেম হাসপাতালের সামনে থেকে দশ থেকে পনের দিন বয়সী এক ছেলে শিশুকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে একটি বাস কাউন্টারের টেবিলের নিচ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। নবজাতকের অভিভাবক কাউকে না পাওয়ার তাকে রমনা থানায় নারী পুলিশ সদস্যের কাছে রাখা হয়েছে।

পথিকদের বরাত দিয়ে রমনা থানার এসআই বজলুর রশিদ জানান, ফাকা কাউন্টারের টেবিলের নিচে কার্টনের ভেতর শিশুটি কাঁদছিল। পরে পুলিশকে খবর দেওয়া হলে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি সুস্থ্য আছে। তাই তাকে হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজন হয়নি।

মধ্যরাতে রমনা থানায় খবর নিয়ে জানা যায়, উদ্ধার হওয়া শিশুর অভিভাবক কাউকে না পাওয়ায় থানাতেই নারী পুলিশের তত্ত্বাবধানে শিশুকে রাখা হয়েছে। থানার ডিউটি অফিসার সালমান রহমান বলেন, ‘শিশুটি সুস্থ আছে। সোমবার দিনে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন থানাতেই আমাদের নারী পুলিশ সদস্যের হেফাজতে রাখা হয়েছে।’

 

Share: