মিরপুরে অস্ত্র-ইয়াবাসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাব-৪ সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক অস্ত্র, খুন, ছিনতাই ও মাদক মামলা রয়েছে। তারা অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে রাজধানী ও গাজীপুরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিলেন।
এছাড়া দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে শাহ আলী, মিরপুর, উত্তরা, টঙ্গীসহ রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
Related News
সাত শর্তে বাড়িতেই দুই বোনের দুই বছরের সাজা
অভয়নগর ঃ মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত দুই বোনকে সাত শর্তে বাড়িতে সাজাভোগের আদেশ দিয়েছেনRead More
সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ: সহকারী কর কমিশনার বরখাস্ত
প্রেসওয়াচ রিপোর্টঃ শেষ পর্যন্ত অর্থ আত্মসাতের অভিযোগে চাকরি হারালেন এনবিআরের সহকারী কর কমিশনার মেজবাহ উদ্দিনRead More