রগাঁওয়ে এনজিওকর্মীকে গলাকেটে হত্যার ঘটনায় নারী গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এনজিওকর্মী সাজেদুর রহমান (৩০) কে গলাকেটে হত্যা মামলায় শারমিন আক্তার (২৩) নামে এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার মেঘনার টিটিরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

শারমিন আক্তার সোনারগাঁওয়ের বারদি ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামের মো. হান্নানের স্ত্রী।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাবের ওই কর্মকর্তা জানান, হান্নানের স্ত্রী শারমিন আক্তার এনজিও ব্যুরো বাংলাদেশ, বারদী শাখা হতে ৫০ হাজার টাকা ঋণ নেন। সপ্তাহে এক হাজার ২৫০ টাকা কিস্তিতে ঋণ পরিশোধ করার কথা। রবিবার (৬ সেপ্টেম্বর) এনজিওকর্মী সাজিদুর রহমান পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী কিস্তির টাকা আদায় করতে মিস্ত্রিপাড়া গ্রামের হান্নানের বাড়িতে যান। পরে সেখান থেকে সাজিদুরের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ওই এনজিও’র বারদী শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. শামীম মিয়া বাদী হয়ে সোনারগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। এই হত্যাকাণ্ডটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার পর থেকে মো. হান্নানের পুরো পরিবার পালিয়ে যায়।

Share: