Main Menu

ডেঙ্গু ঝুঁকিতে থাকা ওয়ার্ডে অভিযান চালাতে ডিএসসিসির সমন্বয় টিম গঠন

ঢাকা, ১৬ আগস্ট, ২০২০ ডেইলি প্রেসওয়াচ : স্বাস্থ্য অধিদফতরের জরিপে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যেসব এলাকায় (ডিএসসিসি) ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি সেসব ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযান চালাতে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয় টিম গঠন করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) দুপুরে ডিএসসিসি সম্পত্তি বিভাগের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদফতরের জরিপে এডিসের লার্ভার আধিক্য আছে এমন পূর্ণ ওয়ার্ডগুলোতে এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে ডিএসসিসির আওতাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার লক্ষ্যে মো. নাজমুল আহসান, মো. কাজী ফয়সাল ও বিতান কুমার মন্ডল—এ তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করা হল। স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনাক্রমে অধিক ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে বলেও জানানো হয়।
এর আগে গত ১৩ আগস্ট স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে জরিপের ফলাফল প্রকাশ করে। জরিপে উত্তর সিটি করপোরেশনের ৯টি এবং দক্ষিণ সিটি করপোরেশনের ১৬টি ওয়ার্ড ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে বলে জানানো হয়। উত্তর সিটির ১০, ১১, ১৭, ১৯, ২১, ২৩, ২৪, ২৯, ৩২ নম্বর ওয়ার্ড এবং দক্ষিণ সিটির ২, ৪, ৮, ৯, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৮, ২৫, ৩৪, ৪০, ৪১, ৪৫ এবং ৫১ নম্বর ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণ বলে জানানো হয়। তবে উত্তরে ১৭ নম্বর এবং দক্ষিণে ৫১ নম্বর ওয়ার্ড সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।


Related News