একদিনে সর্বোচ্চ আক্রান্ত ভারতে, মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে

বিগত ২৪ ঘণ্টায় শনাক্তকৃত করোনাভাইরাস আক্রান্তের সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে ভারত। একদিনে সেখানে আক্রান্ত হয়েছে প্রায় ৬৪ হাজার মানুষ। শনিবার সেখানে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যাও ৫০ হাজারের গণ্ডি ছাড়িয়েছে।

শনিবারের পর ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৮৯ হাজার ছাড়িয়ে গেছে। এদিন সেখানে মৃত্যু হয়েছে ৯৫০ জনের। ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’ জানিয়েছে, শনিবারের পর মৃত্যুর সংখ্যায় বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ৫০ হাজারের গণ্ডি অতিক্রম করেছে ভারত। বাকি তিনটি দেশ যথাক্রমে আমেরিকা, ব্রাজিল ও মেক্সিকো। এর মধ্যে আমেরিকা ও ব্রাজিলে মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।

অবশ্য বিশ্বের অন্যান্য অনেক দেশের তুলনায় ভারতে কোভিডে মৃত্যুর হার তুলনামূলক ভাবে কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যায় অনুযায়ী, গোটা বিশ্বে কোভিড মৃত্যুহার ৩.৫ শতাংশ। সেখানে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, ভারতে কোভিডে জাতীয় মৃত্যুর হার ১.৯ শতাংশ।

কোভিড সংক্রমণের বিবেচনায় বিশ্বে ভারতের অবস্থান তৃতীয়; আমেরিকা ও ব্রাজিলের পরেই। এই দুই দেশে করোনায় মৃত্যুহার ভারতের থেকে বেশি। আমেরিকায় শনিবার পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭১ হাজার ৯৯৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫৪ লক্ষ ছাড়িয়েছে। সংক্রমণ ও মৃত্যু দু’দিক দিয়েই শীর্ষে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। আমেরিকায় বর্তমানে কোভিডে মৃত্যুহার ৩.১ শতাংশ।

সংক্রমণে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬ হাজার ৬০৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩২ লক্ষ। কোভিডে মৃত্যুর হার আমেরিকার থেকেও বেশি ব্রাজিলে, ৩.২ শতাংশ।

কোভিড মৃত্যুর নিরিখে প্রথম চারে থাকা চারটি দেশের মধ্যে মেক্সিকোতেই মৃত্যুহার সবথেকে বেশি। শনিবারের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী মৃত্যুহার ১১ শতাংশ। মেক্সিকোয় এ পর্যন্ত মারা গিয়েছেন ৫৫ হাজার ৯০৮ জন। আক্রান্ত ৫ লক্ষ ১১ হাজার।

Share: