
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহ’ কচুয়া উপজেলা আওয়ামীলীগ ও দলীয় নেতাকর্মীদের সাথে রবিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করেছেন।
শুভেচ্ছা বিনিময় কালে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ইমাম হোসেন মজুমদার মেহেদী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হুমায়ুন কবির, পৌর মেয়র মো.নাজমুল আলম স্বপন, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. আকতার হোসেন সোহেল ভূইঁয়া, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম খোকা, আওয়ামীলীগ নেতা আহসান হাবিব পাঞ্জলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কচুয়া: কচুয়ায় দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিমিময় করছেন, রংপুর বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের উপাচার্য, প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহ।