শোকের মাসে রাজধানীর সবুজবাগে সবুজমুখি লেডিস ক্লাবের দোআ মাহফিল আয়োজন।

৮ আগস্ট,২০২০,মাহবুব বাশারঃ রাজধানীর সবুজবাগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোআ মাহফিলের আয়োজন করেছে সবুজমুখি লেডিস ক্লাব।

কদমতলা স্কুলের অডিটোরিয়াম প্রাঙ্গণে-এর আয়োজনে জাতীয় শোকের মাস উপলক্ষ্যে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোআ মাহফিলের এই আয়োজন করা হয়। উক্ত দোআ মাহফিল পরিচালনা করেন কদমতলা জামে মসজিদের সন্মানিত ইমাম ও মুয়াজ্জিন হুজুর। দোয়া মাহফিলে সবুজবাগ, মুগদা ও খিলগাঁও থানা এলাকার বিভিন্ন সন্মানিত নেতৃবৃন্দ, সবুজমুখি লেডিস ক্লাব ও ক্লাবের সন্মানিত শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
মহান আল্লাহ পাক আমাদের সকলের মঙ্গল করুন।
উল্লেখ্য,#সবুজমুখি_লেডিস_ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মাননীয় সংসদ সদস্য জনাব সাবের হোসেন চৌধুরী ও প্রধান উপদেষ্টা ৫ নং ওয়ার্ড সন্মানিত কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্ত রঞ্জন দাস ।
Related News
মাদকাসক্ত শিশু-কিশোরদের শনাক্তে মাঠে নেমেছে ডিএমপি
মাহবুব বাশারঃ রাজধানীর মহাখালীতে ড্যান্ডি আসক্ত কিশোর গ্রুপের মধ্যে সংঘর্ষে আরিফে হোসেন (১৬) নামে একRead More

আওয়ামীলীগ জনতার দল বলেই জনগণের পাশে থাকে সবমময়-শহীদ সেরনীয়াবাদ।দেশ বিরোধী চক্রান্ত রুখে দাড়াতে হবে-কিবরিয়া মজুমদার
ডেইলি প্রেসওয়াচ/মাহবুব বাশারঃ আওয়ামীলীগ জনতার দল বলেই জনগণের পাশে থাকে সবমময়। আওয়ামীলীগ সরকারে থাকলেও মেহনতিRead More