বঙ্গমাতা শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মদিনে বেগম রােকেয়া বিশ্ববিদ্যালয়ে আলােচনা সভা



প্রধান অতিথির বক্তব্যে বেরােবি ভাইস-চ্যান্সেলর শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অবদানের কথা তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবনে ছায়ার মতাে অনুসরণ করে তার প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডে অফুরান প্রেরণার উত্স হয়েছিলেন বেগম মুজিব। বাঙালি জাতির মুক্তি সনদ ছয়-দফা ঘােষণার পর বঙ্গবন্ধু যখন বারে বারে পাকিস্তানি শাসকদের হাতে বন্দি জীবন-যাপন করছিলেন, তখন দলের সর্বস্তরের নেতাকর্মীরা বঙ্গমাতার নিকটে ছুটে আসতেন। তিনি তাদেরকে বঙ্গবন্ধুর বিভিন্ন দিক-নির্দেশনা বুঝিয়ে দিতেন এবং লড়াই-সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যােগাতেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সম্মানীয় প্রাে-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সরিফা সালােয়া ডিনা। আলােচনার বক্তব্যে তিনি বলেন, বঙ্গমাতার অনুপ্রেরণায় শেখ মুজিব শুধুমাত্র বাঙালির জাতির পিতা নয়, পাশাপাশি পরিণত হয়েছিলেন বিশ্ব বরেণ্য রাষ্ট্রনায়কে। বেগম মুজিবের জীবনী বিশ্লেষণ করলে আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের, “বিশ্বে যা কিছু চির সুন্দর, কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর”-কবিতার যথার্থ প্রতিফলন দেখতে পাই।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর বর্নাঢ্য কর্মময় জীবন এবং অবদানকে স্মরণ করে অনুষ্ঠিত আলােচনায় অন্যান্যদের মধ্যে অংশ নেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল-এর প্রভােস্ট (চলতি দায়িত্ব) মােছাঃ আয়েশা ছিদ্দিকা, মার্জিয়া সুলতানা, ফারজানা জান্নাত তসি, মেহনাজ আব্বাসী বাঁধন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রভােস্ট সুমাইয়া তাহসিন হামিদা। এসময় জুম ওয়েবিনারের দায়িত্ব পালন করেন ভিসি মহােদয়ের একান্ত সচিব (উপ রেজিস্ট্রার, একাডেমিক) মােঃ আমিনুর রহমান।

এর আগে সকালে রাজধানীর বনানী কবরস্থানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরােবি), রংপুর এর পক্ষ থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কবরে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসি ও। এছাড়াও দিবসটি উপলক্ষে শনিবার দুপুরে বেরােবি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল-এর প্রভােস্ট মােছাঃ আয়েশা ছিদ্দিকা এবং সহকারী প্রভােস্ট ইমরানা বারী বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। প্রেস বিজ্ঞপ্তি।
« ইউটিউবে উন্মুক্ত হলো আলোচিত ছবি ‘স্বপ্নডানায়’ (Previous News)
(Next News) বিভিন্ন জেলায় যথাযথ মর্যাদায় বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী পালিত। »
Related News

চান্দিনায় মুক্তিযোদ্ধা বীরপ্রতীক কর্ণেল সফিকউল্লাহ সড়কের নামফলক ভাঙচুর।।মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী জনগোষ্ঠীর ক্ষোভ
ডেইলি প্রেসওয়াচ রিপোর্টঃ ঢাকা চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনার মাধাইয়াতে সম্প্রতি বীরপ্রতীক কর্ণেল সফিকউল্লাহর নামে সড়কেরRead More
সাংবাদিক মুজাক্কিরকে হত্যার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন
নোয়াখালীর সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যার প্রতিবাদে বুধবারও (২৪ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন জেলায়Read More