শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকীতে বেরোবি উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর শ্রদ্ধা ও শুভেচ্ছা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর এর উপাচার্য অধ্যাপক ড. মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ বিএনসিসিও।
শুভেচ্ছা বার্তায় উপাচার্য বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর প্রথম পুত্র এবং দ্বিতীয় সন্তান শ্রদ্ধেয় শহীদ শেখ কামাল এর জন্মদিন একই সঙ্গে যেমন আনন্দের, তেমনই বেদনার স্মৃতিবাহী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার বিরুদ্ধে যে অপরাধ সংঘটিত হয়েছিল, তখন পিতা বঙ্গবন্ধু, মাতা বঙ্গমাতা ও পরিবারের সদস্যদের সঙ্গে তিনিও নির্মমভাবে শহীদ হন। বহুমাত্রিক গুণের অধিকারী তারুণ্যের উজ্জ্বল প্রতীক শহীদ শেখ কামাল ছিলেন এই উপমহাদেশের অন্যতম সেরা ক্রীড়া সংগঠক, বাংলাদেশে আধুনিক ফুটবলের প্রবর্তক আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা। শিল্প, সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনের সাথে যুক্ত থাকতে তিনি পছন্দ করতেন। তিনি ছায়ানটের সেতার বাদন বিভাগের ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান থেকে বিএ অনার্স পাস করা শহীদ শেখ কামাল পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজ চেতনায় উদ্বুদ্ধ করতে মঞ্চনাটক আন্দোলনে প্রথম সারির সংগঠক হিসেবে দায়িত্ব পালনের সাথে সাথে বন্ধু শিল্পীদের নিয়ে গড়ে তুলেছিলেন ‘স্পন্দন শিল্পী গোষ্ঠী’ এবং ঢাকা থিয়েটারেরও অন্যতম প্রতিষ্ঠা ছিলেন শহীদ শেখ কামাল।‘

তিনি বলেন,৬৯-এর গণঅভুত্থান ও ৭১-এর মহান মুক্তিযুদ্ধে তিনি গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশনন্ড লাভ করেন এবং মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।
Related News

বেরোবিতে জাতীয় পতাকা অবমাননা:গভীর পর্যবেক্ষণের মাধ্যমেই তদন্ত রিপোর্ট করা হয়েছে বলে দাবি পুলিশের
ডিস্ট্রিক করেসপন্ডেন্ট/প্রেসওয়াচ রিপোর্টঃ রংপুর: মহান বিজয় দিবসে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পতাকা অবমাননার মামলার প্রধানRead More

বই উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আজ
প্রেসওয়াচ রিপোর্টঃ প্রতিবছর গণভবনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করলেও এবারRead More