যাঙ্ক ব্যাজ পরানো হলো নৌবাহিনীর প্রধানকে

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গতকাল রোববার সদ্য নিয়োগপ্রাপ্ত নৌবাহিনীর প্রধান মো. শাহীন ইকবালকে ভাইস-অ্যাডমিরালর্ যাঙ্ক ব্যাজ পরিয়ে দেয়া হয়েছে। সকালে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নবনিযুক্ত নৌবাহিনীর প্রধানকের্ যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও ঊর্ধ্বতন সামরিক, বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।র্ যাঙ্ক ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে ফুলের তোড়া উপহার দিয়ে অভিনন্দন জানান। নবনিযুক্ত নৌবাহিনী প্রধানও বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ হতে ফুলের তোড়া উপহার দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

পরে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে

\হপুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি বাঙালি জাতির এ মহানায়কের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। এরপর তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী সশস্ত্রবাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। পরে তিনি ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর নবনিযুক্ত নৌপ্রধান নৌসদরে এসে পৌঁছলে একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ সময় ঊর্ধ্বতন নৌ-কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। সেখানে নৌসদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, সব পরিদপ্তরের পরিচালক এবং ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, শনিবার নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মো. শাহীন ইকবাল নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি অ্যাডমিরাল এএমএমএম আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ সালের ২৪ জুলাই পর্যন্ত তিন বছরের জন্য নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ভাইস অ্যাডমিরাল মো. শাহীন ইকবালকে। উলেস্নখ্য, ১৯৮০ সালের ১ জুন বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান। সূত্র-আইএসপিআর

Share: