কাশ্মীর ইস্যুতে ঢাকার অবস্থানে হতাশ ইমরান খান, খুশি ভারত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গত বুধবার (২১ জুলাই) এই দুই নেতার মধ্যে ফোনালাপ হয়। টেলিফোন আলাপে এ সময় ইমরান খান জম্মু ও কাশ্মীর প্রসঙ্গ টেনে আনেন। তবে বাংলাদেশ এ ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার সঙ্গে আলাপকালে ইমরান খান বলেছেন, এ অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য পাকিস্তান জম্মু-কাশ্মীর ইস্যুর শান্তিপূর্ণ সমাধান চায়। বাংলাদেশ বলেছে, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়।
এতে আরও বলা হয়, জম্মু-কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের অবস্থানে খুশি ভারত। এ নিয়ে ঢাকার প্রশংসা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, বৃহস্পতিবার বাংলাদেশ ও ভারত তাদের সমুদ্র ও অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে আরেকটি ঐতিহাসিক অর্জন করেছে। চট্টগ্রাম বন্দর হয়ে কলকাতা থেকে আগরতলায় প্রথমবারের মতো কনটেইনার কার্গোর যাত্রা সফলভাবে শেষ হয়েছে।
Related News
এবার ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কবলে মিয়ানমারের জেনারেলরা
মিয়ানমারের দশ সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ শাফিউল বাশার ও শাহ সুলতান নবীন,Read More

ভারত-হংকং ফ্লাইটের ৪৯ যাত্রীর করোনা শনাক্ত
আইরিন নাহার,প্রেসওয়াচ ডেস্কঃ ভারতের রাজধানী দিল্লি থেকে হংকং যাওয়া একটি ফ্লাইটের অন্তত ৪৯ যাত্রীর করোনাভাইরাসRead More