নিজ নির্বাচনী এলাকায় ঈদ উপহার বিতরণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজ নির্বাচনী এলাকায় (ঢাকা-১২, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শের-ই-বাংলা নগর) ঈদ উপহার বিতরণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
স্বরাষ্ট্রমন্ত্রী আজ সকালে মনিপুরী পাড়ার নিজ বাসভবনে রাজধানীর ২৪, ২৫, ২৬, ২৭, ৩৫, ৩৬ ও ৯৯ নং ওয়ার্ডের নেতাকর্মিদের মাধ্যমে শাড়ি, লুঙ্গি, খাদ্যদ্রব্য (চাল, সেমাই, চিনি, দুধ, ডাল) ও কোরবানি দেয়ার জন্য নগদ টাকা বিতরণ করেন। পাশাপাশি এসব এলাকায় অবস্থিত কিছুসংখ্যক মাদ্রাসায় পশু কোরবানির জন্য নগদ টাকা বিতরণ করেন তিনি।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত স্বল্পসংখ্যক নেতাকর্মিদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকে যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য তার পক্ষ থেকে এই উপহার।
উপহার সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তিনি নেতাকর্মিদের প্রতি আহবান জানান।

Share: