শাখাওয়াত মুনের পিতার মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ঢাকা, ২৪ জুলাই, ২০২০ (বাসস) : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনের পিতা মিয়াজ উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তথ্যমন্ত্রী আজ এক শোকবার্তায় প্রয়াত মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খানের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মিয়াজ উদ্দিন খান মাদারীপুর জেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান ও পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন।

image_print
Share: