Main Menu

বিক্ষোভে উত্তাল ইসরায়েল


সরকারবিরোধী বিক্ষোভে নেমেছেন হাজার হাজার ইসরায়েলি।

সরকারবিরোধী বিক্ষোভে নেমেছেন হাজার হাজার ইসরায়েলি। মহামারি করোনা ভাইরাসের কারণে অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে সরকার সক্ষম কোনো পদক্ষেপ নিতে পারছে না-এমন অভিযোগে তেলআবিবের রবিন স্কয়ারে মুখে মাস্ক পরে কয়েক হাজার আন্দোলনকারী বিক্ষোভ করছেন।

বিক্ষোভকারীদের দাবি, মহামারি করোনার সময়েও দেশটির সরকার তাদের জন্য ঘোষিত প্রণোদনা দিতে দেরি করছে। আন্দোলনকারীদের বেশিরভাগই মূলত তরুণ; যাদের অধিকাংশই ক্ষুদ্র ব্যবসায়ী।

বিক্ষোভকারীরা বলেন, সরকারি প্রকল্পের টাকা দিতে দেরি করছে। তাই আমাদের দুর্ভোগ অনেক বেড়ে গেছে। মিশেল গেইস্ট কাসিফ নামে একজন বলেন, আমার প্রতিষ্ঠানে ৪০ কর্মী আছে। কয়েক মাস ধরে তাদের বেতন দিতে পারছি না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত সরকারের উচিত আমাদের আর্থিক প্রণোদনা দিয়ে টিকিয়ে রাখা।

ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত শুক্রবার (১০ জুলাই) বিক্ষোভকারীদের দাবি মেনে নেয়ার কথা জানালেও আন্দোলন থামছে না।

করোনা ভাইরাসের কারণে দেশটিতে বর্তমানে বেকারত্ব বেড়ে ২১ শতাংশে দাঁড়িয়েছে।


Related News