মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় গর্ভবতীদের বিশেষ স্বাস্থ্য সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়া। রোববার (১২ জুলাই) প্রায় দুই শতাধিকের বেশি গরিব ও দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার শ্রীনগর সরকারি কলেজে নারীদের এ সেবা প্রদান করা হয়।
সেনাবাহিনীর ২২ সদস্যের একটি মেডিকেল টিম এ সেবা প্রদান করেছে। সামাজিক দূরত্ব বজায় রেখে গর্ভবর্তীদের স্বাস্থ্য সেবা পরীক্ষা, করোনা পরীক্ষা করা হয়। এছাড়া আগতদের উপহার সামগ্রী দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের কমান্ডার
ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার তৌহিদ মুরাদ, লেফটেন্যান্ট কর্নেল মিজানুর
রহমান, লেফটেন্যান্ট কর্নেল মো. ফখরুল আলম (ফিল্ড অ্যাম্বুলেন্স), গাইনি
বিশেষজ্ঞ মেজর রাজিয়া প্রমুখ।