ওয়ারীতে লকডাউন নিয়ে বিভ্রান্তি, প্রজ্ঞাপনে সড়কের নাম ভুল!

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ‘ওয়ারী লকডাউন’ নিয়ে তৈরি হয়েছে নতুন বিভ্রান্তি। স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনের সঙ্গে মিল নেই সংশ্লিষ্ট এলাকার সড়কের নামের।

অন্যদিকে কোন সড়ক কতটুকু লকডাউন হবে তা নিয়েও সংশয়ে আছেন স্থানীয়রা। কাউন্সিলর বলছেন, লকডাউন এলাকা সরেজমিনে পরিদর্শন না করায় কিছু ভুল রয়ে গেছে।

আসছে ৪ জুলাই থেকে লক ডাউনে যাচ্ছে দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ারীর ৪১ নং ওয়ার্ড। এরই মধ্যে সড়ক ও স্থান নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সড়কের নামের সাথে মিল নেই স্থানীয় সড়কের। এছাড়া প্রজ্ঞাপনে ঢাকা-সিলেট মহাসড়কের জয়কালি মন্দির থেকে বলধা গার্ডেন অংশকে লকডাউন করার কথা বলা হলেও স্থানীয় প্রশাসন লকডাউন এলাকা চিহ্নিত করে যে ম্যাপ দিয়েছে সেখানে এই অংশকে রাখা হয়েছে লকডাউনের বাইরে।

Share: