বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও খাতা উপহার দিয়েছে ইনার হুইল ক্লাব অব ঢাকা আপটাউন। প্রজন্ম সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠাতা বিপ্লবী কবি তুহিন আহমেদ প্রজন্মের তত্ত্বাবধানে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত ২০০ শিক্ষার্থীকে আকর্ষণীয় স্কুল ব্যাগ ও খাতা উপহার দেওয়া হয়। নতুন উপহার পেয়ে শিশুদের মধ্যে আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি হয়। মোটিভেশনাল প্রোগ্রামে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং উৎসাহিত হয়।এ সময় ঢাকা থেকে ইনার হুইল ক্লাব অব ঢাকা নর্থ-এর প্রতিনিধি মাহমুদ রহমান ভিডিও কলে যুক্ত হন। উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি রিমা চিশতী, সদস্য নিলুফার বেগম এবং ইনার হুইল ক্লাব অব ঢাকা নর্থ-এর প্রতিনিধি মাহমুদ রহমান।
এ মহৎ উদ্যোগ বাস্তবায়নের জন্য রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকার ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সাইন্সেস-এর ডিন প্রফেসর ড. দিপু সিদ্দিকী, সংগঠনের সাধারণ সম্পাদক কবি রিমা চিশতী, বিশিষ্ট সমাজসেবক নিলুফার বেগম,
প্রজন্ম সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবি তুহিন আহমেদ প্রজন্ম, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুদ আহমেদ মজুমদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।
সংগঠনের নেতৃবৃন্দ এই মহৎ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বরুড়াবাসী ইনার হুইল ক্লাব আপটাউনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।