বিনয়ের আলো – ডক্টর দিপু সিদ্দিকী

বিনয়ের আলো

ডক্টর দিপু সিদ্দিকী

গাছের পরিচয় তার ফলের ভিতর,

মানুষের পরিচয় তার কর্মে জড়িত দর।

যে বপন করে সৌজন্যের বীজ,

বন্ধুত্বের ফসলে মেলে আনন্দের মিজ।

 

বিনয়ের কথা হৃদয়ে বাজে,

মনে দেয় সাহস, সুখের সাজে।

চিন্তায় বিনয়, ভাবনায় গভীরতা,

দানে বিনয় সৃষ্টি করে ভালোবাসার নীরতা।

 

সহনশীলতা নয় কখনো দুর্বলতার নাম,

বিনয়ে থাকে চরিত্রের প্রকৃত মান।

জাতির শক্তি কঠোরতায় নয়,

বিনয়ের মর্মেই থাকে মুক্তির জয়।

 

সততা, উদারতা, নৈতিক সাহস,

চরিত্রের দীপ জ্বালায় আকাশ।

মানুষের মর্যাদা তার ব্যবহারে,

বিনয়ের পথেই সে থাকে সবার দ্বারে।

 

তাই হে মন, করো বিনয়ের সাধন,

তবেই হবে জীবন পূর্ণতর প্রাণ।

গাছ যেমন তার ফলে পরিচিত হয়,

তেমনি মানুষ কর্মে চিরকাল রয়।

ঢাকা জানুয়ারি ১৭, ২০২৫।

Share: