বারভিডা নির্বাচন শনিবার। শুনানি নিষ্পত্তি।

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টাস এন্ড ডিলারস এসোসিয়েশন (বারভিডা)-এর নির্বাচন অনুষ্ঠানে আর কোন বাধা রইল না। শনিবার নির্বাচন।

আজ বৃহস্পতিবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পুলক কুমার মণ্ডল স্বাক্ষরিত এক প্রত্যাহার পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। ইতো পূর্বে জারিকৃত এক পত্রের শুনানি নিষ্পত্তি করে সংশ্লিষ্ট কমিটি। বাণিজ্য মন্ত্রণালয়ের ইশকৃত পত্রে বলা হয় “২৬.০০.০০০০.১৫৭.৩৩.০৪১.৯২.৮১৫ নম্বর সারকের পত্রটি নির্দেশক্রমে প্রত্যাহার করা’ হলো।”

এর ফলে বারভিডা’র নির্বাচন তফসিল অনুযায়ী আগামী শনিবার ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে । বারভিডা সভাপতি

আব্দুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন সকল বাধা এবং অবৈধ হত্যার মুক্ত হয়ে বারভিডা’র নির্বাচন আগামী ২১ ডিসেম্বর শনিবার যথারীতি অনুষ্ঠিত হবে।

Share: