প্রেসওয়াচ রিপোর্ট:জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ন দাস মারা গেছেন।
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার, জাসদ নেতা বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ন দাস(৭৮) আজ ১৯ এপ্রিল ২০২৪ শুক্রবার সকাল ৯:২৫ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের(পিজি হাসপাতাল) কেবিন ব্লকের আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন।
জাসদের শোক:
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুর হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার আজ ১৯ এপ্রিল ২০২৪ শুক্রবার এক শোক বার্তায় বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার, জাসদ নেতা বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ন দাস(৭৮) এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সুত্র:সাজ্জাদ হোসেন,দফতর সম্পাদক, জাসদ।