রয়েল ইউনিভার্সিটিতে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা

স্টাফ রিপোর্টার:বৃহস্পতিবার বিকেল তিনটায় রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকা’র স্থায়ী ক্যাম্পাসের হলরুমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকা’র উপাচার্য অধ্যাপক ড. এম আবুল কাশেম মজুমদার । আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর জামিল আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভিসি-ডিএফ এর ভাইস চেয়ারম্যান ডক্টর দিপু সিদ্দিকী।

আলোচনায় অংশ নেন বিজ্ঞান অনুসারে ডিন‌ ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, বাণিজ্য অনুষদের ডিন ও ভিসি ডিএফ এর সদস্য সচিব সাহিদুর রহমান খান, হোটেল ট্যুরিজম ডিপার্টমেন্ট এর শিক্ষক ইশতিয়াক আহমেদ।

প্রধান অতিথির বক্তৃতায় ডঃ আবুল কাশেম শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন,শহীদ বুদ্ধিজীবীগণ আমাদের দেশের সূর্যসন্তান।

ডক্টর জামিল আহমেদ বলেন,শহীদ বুদ্ধিজীবী দিবসের পটভূমি ইতিহাসের এক কালো অধ্যায়কে স্মরণ করিয়ে দেয়।

ডক্টর দিপু সিদ্দিকী বলেন,শহীদ বুদ্ধিজীবী দিবসের ত্যাগ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা সবাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে এগিয়ে যাব। বক্তারা আশা প্রকাশ করেন যে, শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।

Share: