সামাজিক যোগাযোগ মাধ্যমে যুবসমাজের আসক্তি রোধে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে-নূরুন নাহার হেনা

ড.দিপু সিদ্দিকী:বুধবার সকালে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে “সামাজিক যোগাযোগ মাধ্যমে যুব সমাজের আসক্তি রোধে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব মনজুরুল আহসান বুলবুল এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ। কর্মশালায় বক্তারা বলেন,সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের আধুনিক জীবনে এক নতুন বাস্তবতা। সারা বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীদের ৭০ শতাংশ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত রয়েছে। তরুণদের মধ্যে এ হার আরও বেশি, প্রায় ৯০ শতাংশ। এই তরুন সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু শিখছে। কিন্তু মাত্রাতিরিক্ত ইন্টারনেট ব্যবহার এর নেতিবাচক প্রভাব পড়ছে তরুণ সমাজের মন মগজে। তাদের বুদ্ধির বন্ধ্যাত্ব তৈরি হচ্ছে, বিঘ্নিত হচ্ছে মেধার বিকাশ। যুবসমাজ রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারে আসক্ত হয়ে পড়ছে।এই আসক্তির ফলে মনোবিকারগ্রস্ত হয়ে পড়েছে তরুণ প্রজন্ম। তাই বিনোদনের নামে কেউ যেন অনৈতিক কাজে জড়িয়ে না পড়ে সে ব্যাপারে সচেতন হতে হবে। গণমাধ্যম এক্ষেত্রে একটি কার্যকরী গণসচেতনতা ও জনমত সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কর্মশালায় সভাপতিত্ব করেন এন আই এম সি এর মহাপরিচালক নুরুন নাহার হেনা।কর্মশালাটি সঞ্চালনা করেন এনআইএমসি’র পরিচালক ডক্টর মারুফ নওয়াজ।

Share: