শহীদ বীরবিক্রম মহিবুল্লার পরিবার পুনর্বাসিত

প্রেস ওয়াচ রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরবিক্রম মহিবুল্লাহর পরিবারকে উচ্ছেদের দুদিন পর সসম্মানে পুরনো ঢাকার পূর্বে বসবাসরত বাড়িতে আবারো পুনর্বাসন করেছে‌ সরকার। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ জার্নালিজম এলামনাই অ্যাসোসিয়েশন (পিবজা ) এর ভাইস প্রেসিডেন্ট ও বঙ্গবন্ধু কমিশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর দিবস সিদ্দিকী জননেত্রী শেখ হাসিনা সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের আন্দোলন সফল হয়েছে। উচ্ছেদের দুদিন পর সসম্মানে শহীদ মুক্তিযোদ্ধা মহিবুল্লাহ বীরবিক্রম পরিবারকে সসম্মানে একই বাড়িতে পুনরায় স্থায়ীভাবে বসবাস করার সুযোগ তৈরি করে দিয়েছেন ঢাকার ডিসি। এজন্য ঢাকার ডিসিকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন ডক্টর দিপু সিদ্দিকী।

বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার কৃতি সন্তান আমাতুন নূর শিল্পী বলেন, অন্যায় এবং অন্যয্য কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠুক এভাবেই। এই শহীদ পরিবারের প্রতি যে অন্যায় করা হয়েছে তার প্রতিবাদে দেশবাসী যে অকুন্ঠ সমর্থন যুগিয়েছেন তার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা। ঈদের আগে বাড়ি ফিরে পেয়ে খুশি হয়েছেন বীর বিক্রম মহিবুল্লার পুত্রবধূ মৌসুমী। তিনি জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Share: