শুদ্ধাচার পুরস্কার পেলেন পিআইবি‘র তিন কর্মকর্তা-কর্মচারী

আমিনুল ইসলাম:প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর তিনজন কর্মকর্তা-কর্মচারী পেলেন শুদ্ধাচার পুরস্কার। বুধবার (২১ জুন ২০২৩) দুপুরে পিআইবি’র সেমিনার কক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি’র) মহাপরিচালক জাফর ওয়াজেদ এ পুরস্কার তুলে দেন।

মন্ত্রী পরিষদ বিভাগের শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা ২০২১ মোতাবেক ২০২২-২০২৩ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কারের জন্য প্রেস ইসস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর গ্রেড-২ হতে গ্রেড-৯ ক্যাটাগরিতে অধ্যয়ন বিভাগের প্রভাষক শুভ কর্মকার, গ্রেড-১০ হতে গ্রেড -১৬ ক্যাটাগরিতে হিসাব রক্ষক (চলতি দায়িত্ব) মো. আলী হোসেন, গ্রেড-১৭ হতে গ্রেড -২০ ক্যাটাগরিতে পরিচ্ছন্নতাকর্মী মো. ইছাক মিয়া এ পুরস্কার পান। পুরস্কারপ্রাপ্তরা একটি সনদপত্র, একটি ক্রেস্ট ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পেয়েছেন।

এছাড়া অর্থ মন্ত্রণালয়ের ২৮.৩.২০১৮ খ্রি. পরিপত্র অনুসারে শ্রমসাধ্য ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য পিআইবি’র ২৩ জন কর্মকর্তা-কর্মচারীকে সম্মানী প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর পরিচালক (প্রশাসন) চলতি দায়িত্ব মো. জাকির হোসেন, পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) চলতি দায়িত্ব শেখ মজলিশ ফুয়াদ,পরিচালক (গবেষণা ও তথ্য সংরক্ষণ বিভাগ) অতিরিক্ত দায়িত্ব ড.কামরুল হকসহ পিআইবির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Share: