বঙ্গবন্ধু সর্বদা রোজার পবিত্রতা রক্ষায় সচেষ্ট ছিলেন : ড.কলিমউল্লাহ

প্রেস ওয়াচ রিপোর্ট :সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন বিষয়ক সেমিনারের ৬১৬তম পর্ব অনুষ্ঠিত হয়। জানিপপ কর্তৃক আয়োজিত জুম ওয়েবিনারে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর- রশিদ আসকারী।

সেমিনারে গেস্ট অফ অনার হিসেবে সংযুক্ত ছিলেন বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সুবীর কুশারী, বীর মুক্তিযোদ্ধা এস এম ফরিদ উদ্দিন মিয়াজী, বিদ্যাসাগর ফাউন্ডেশনের মহাসচিব আব্দুল হাই বাচ্চু ও বঙ্গবন্ধু কমিশনের বাংলাদেশ ব্র্যান্ড অ্যাম্বাসেডর মো.শিবাজী ফকির।

বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, রংপুর মহিলা আওয়ামী লীগের সভাপতি আর্জিনা খানম, ছাত্রলীগের সাবেক নেত্রী ও নারী উদ্যোক্তা আমাতুন নূর,কুষ্টিয়া থেকে সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির এবং জানিপপ’র ন্যাশনাল ভলান্টিয়ার ফেরদৌস ওয়াহিদ বাপ্পি।

সভাপতির বক্তৃতায় ড.কলিমউল্লাহ বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রোজার পবিত্রতা রক্ষায় সর্বদা ছিলেন সচেষ্ট।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন,বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে বলতে গেলে বঙ্গবন্ধুর দূরদৃষ্টি ও শেখ হাসিনার অর্জনগুলো আমাদের সামনে চলে আসে। তিনি আরো বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা। যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী নেতৃত্বে অল্প সময়ের ব্যবধানে আমরা অর্জন করতে পেরেছিলাম।

সুবীর কুশারি বলেন, বাংলাদেশের স্বাধীনতাসহ এদেশের মৌলিক অর্জনগুলো বঙ্গবন্ধুর হাত ধরে এসেছে।

বীরমুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন মিয়াজী বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন এবং লালন করতে হবে।

 

শিবাজী ফকির বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন গণতন্ত্রের প্রবক্তা।

 

সেমিনারটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু কমিশন এবং আমেরিকার মিলেনিয়াম টিভি’র কান্ট্রি ডিরেক্টর ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক ড. দিপু সিদ্দিকী।

সেমিনারে অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রকৌশলী শাফিউল বাশার ও ব্রাহ্মণবাড়িয়া থেকে আইডিয়াল কিডস কেয়ার স্কুলের ভাইস প্রিন্সিপাল ডা. বায়েজিদা ফারজানা।

Share: