দুস্থদের মাঝে ইফতারি বিতরণ করল বিজিবি

 

আইরিন নাহার প্রেস ওয়াচ রিপোর্ট :মঙ্গলবার  বিকেলে বিজিবি’র সদর বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে ঢাকার আগারগাঁও দক্ষিণ কাফরুল জনতা হাউসিং মাঠে ৪ শতাধিক গরিব ও দুস্থদের মাঝে ইফতারী বিতরণ করা হয়। এসময় সদর বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল সোহরাব হোসেন এবং উপঅধিনায়ক এস এম হাবিব ইবনে জাহান সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দুস্থদের মাঝে ইফতারি বিতরণ করল বিজিবি-প্রেসওয়াচ

ইফতারী বিতরণকালে অধিনায়ক বলেন, করোনা মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় পবিত্র রমজান মাসে সংযম পালন, ব্যয় সংকোচন ও কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী এবার গণভবনে ইফতার পার্টি আয়োজন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং সবাইকে গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই ব্যয় সংকোচন ও কৃচ্ছ্রসাধন নীতির সাথে একাত্মতা পোষণ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নির্ধারিত ইফতার পার্টি বাতিল করে সারাদেশে মাসব্যাপী ইফতারী বিতরণ কার্যক্রম গ্রহণ করেছে। গত ২৬ মার্চ স্বাধীনতা দিবস থেকে বিজিবি সারাদেশের সীমান্ত এলাকা সহ প্রত্যন্ত অঞ্চলে ইফতার বিতরণ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে বিজিবি আজ ঢাকার আগারগাঁও দক্ষিণ কাফরুল জনতা হাউজিং মাঠে ৪ শতাধিক গরীব ও দুস্থদের মাঝে ইফতারি বিতরণ করেছে। বিজিবির এই মহতী উদ্যোগ সারা রমজান মাসব্যাপী চলমান থাকবে।

Share: