বঙ্গবন্ধু মানুষকে অন্তর দিয়ে ভালবাসতেন: ড.কলিমউল্লাহ

প্রেস ওয়াচ রিপোর্ট:বুধবার, ২৯মার্চ,২০২৩ খ্রি. বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন বিষয়ক সেমিনারের ৬০৩তম পর্ব অনুষ্ঠিত হয়। জানিপপ কর্তৃক আয়োজিত জুম ওয়েবিনারে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সাবের চৌধুরী। সেমিনারে গেস্ট অফ অনার হিসেবে সংযুক্ত ছিলেন ভারতের ব্যাঙ্গালোর থেকে সর্বজিত ঘোষ, নয়ন তারা এবং দিপেশ সুতাইয়া, বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুবীর কুশারী,রংপুর মহিলা আওয়ামীলীগের সভাপতি আর্জিনা খানম,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জেবউননেসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক ড. সুচিতা শর্মিন এবং ইউএন ডিজিবিলিটি রাইট চ্যাম্পিয়ন ও অনারারি প্রফেসর আবদুস সাত্তার দুলাল।

JANIPOP’s Seminar on Bangabandhu’s Political Philosophy was held on 29th March,2023.

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, বঙ্গবন্ধু কমিশনের বাংলাদেশ ব্র্যান্ড অ্যাম্বাসেডর মো. শিবাজী ফকির,মালয়েশিয়া থেকে পিএইচডি গবেষক কাজী ফারজানা ইয়াসমিন,বাংলাদেশ শিল্পকলা একাডেমির যন্ত্রশিল্পী শ্যামল চক্রবর্তী ও জানিপপের ন্যাশনাল ভলেন্টিয়ার ফেরদৌস ওয়াহিদ বাপ্পি।

সেমিনারে মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন গোপালগঞ্জস্হ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক প্রশান্ত কুমার সরকার।

 

সভাপতির বক্তৃতায় ড.কলিমউল্লাহ বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু মানুষকে অন্তর দিয়ে ভালবাসতেন।

অধ্যাপক ড. জেবউননেসা বলেন, বঙ্গবন্ধু শিক্ষকদের অন্তর থেকে শ্রদ্ধা করতেন। ড. সাবের চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর জীবন দর্শন নিয়ে জানিপপ’র এই আলোচনা অব্যাহত থাকুক ।ভবিষ্যৎ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে পৌঁছে দেয়ার জন্য এ আলোচনা অব্যাহত রাখা প্রয়োজন।

বীর মুক্তিযোদ্ধা সুবীর কুশারী বলেন, বঙ্গবন্ধু ছিলেন অসাম্প্রদায়িক এবং ধর্মানুরাগী ব্যক্তিত্ব।

আবদুস সাত্তার দুলাল বলেন, বঙ্গবন্ধুর ক্যারিশমেটিক নেতৃত্বের কারণে মাত্র নয় মাসে আমরা হানাদার মুক্ত হয়েছিলাম।

প্রশান্ত কুমার সরকার বলেন, বঙ্গবন্ধুর অবদান কোনদিন ভুলবার নয়।

 

সেমিনারটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু কমিশন এবং আমেরিকার মিলেনিয়াম টিভি’র কান্ট্রি ডিরেক্টর ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক ড. দিপু সিদ্দিকী।

সেমিনারে অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রকৌশলী শাফিউল বাশার, রাজশাহী থেকে ডা. মাহবুবুল হক ও ব্রাহ্মণবাড়িয়া থেকে আইডিয়াল কিডস কেয়ার স্কুলের ভাইস প্রিন্সিপাল ডা. বায়েজিদা ফারজানা।

Share: