‘মির্জা ফখরুল কা বাত’ -ইয়াফেস ওসমানের কাব্যিক জবাব

বীর মুক্তিযোদ্ধা কবি ও স্থপতি ইয়াফেস ওসমান
———————

“পাকি আমলে ভালো ছিলাম”

মির্জা ফকরুল কা বাত

দেশ বিরোধী ওরা সাবাই

ওরা রাজাকারের জাত।

 

মুক্তি যুদ্ধ লক্ষ শহীদ

ভুললো সবার দান

বিএনপি’র মাথায় সদা

পেয়ারা পাকিস্তান।

স্বাধীনতা বিরোধী রক্ত যখন

ধমনীতে বয়

রাজাকারের বাচ্চারা সব

এমন কথাই কয়।

 

শিখিয়ে দেওয়া এমন কথা

যখন ওরা বলে

পাকি টাকায় লন্ডন বাস

বিশ্বাস করা চলে।

 

স্বাধীন দেশের রাজনীতি

নয়কো ওদের জন্য

স্বাধীনতা বিরোধীরা হোক

নিষিদ্ধ বলে গণ্য।

 

“পাকিস্তান আমলে আমরা আরও ভালো

ছিলাম।” ফখরুল আলমগীর

Share: