muk

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নিত হয়েছে। আপনাদের কোনো অপচেষ্টাকে বিনা বাধায় ছেড়ে দেব না। আপনাদের (বিএনপি) সব অপচেষ্টা ও চক্রান্তকে ব্রাহ্মণবাড়িয়ার জনতা প্রতিহত করবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর বারী চৌধুরী মন্টু, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকনসহ তৃণমূল নেতাকর্মীরা।