টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ভিড়, ৩ নম্বর সতর্ক সংকেত

টানা তিন দিনের ছুটিতে কক্সবাজার সৈকতে ছুটে এসেছে হাজারো পর্যটক। তবে এবার কক্সবাজার সৈকতে এসে পর্যটকরা একটু অবাকই হচ্ছেন। তারা বলছেন, সাগরের এরকম ঢেউ কক্সবাজারে দেখেননি আগে। সাগরের বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়া দেখে অনেকটাই অবাক লাগছে, পাশাপাশি ভয়ও লাগছে।

 

সম্পূর্ণ নিউজ সময়

বাংলাদেশ

২২ টা ৪৭ মিনিট, ১৮ আগস্ট ২০২২

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ভিড়, ৩ নম্বর সতর্ক সংকেত

টানা তিন দিনের ছুটিতে কক্সবাজার সৈকতে ছুটে এসেছে হাজারো পর্যটক। তবে এবার কক্সবাজার সৈকতে এসে পর্যটকরা একটু অবাকই হচ্ছেন। তারা বলছেন, সাগরের এরকম ঢেউ কক্সবাজারে দেখেননি আগে। সাগরের বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়া দেখে অনেকটাই অবাক লাগছে, পাশাপাশি ভয়ও লাগছে।

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ভিড়, ৩ নম্বর সতর্ক সংকেত

সুজাউদ্দিন রুবেল

 

৩ মিনিটে পড়ুন

 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) থেকে টানা তিন দিনের ছুটি শুরু হয়েছে। তাই ছুটির প্রথম দিনেই সৈকত শহর কক্সবাজারে ভিড় করেছে হাজারো পর্যটক। প্রতিটি পয়েন্টে পর্যটকের উপচেপড়া ভিড়। আর উত্তাল সাগরে পর্যটকদের সমুদ্রস্নানে নিরাপত্তা দিচ্ছে লাইফ গার্ডকর্মী।

 

 

বেলা ১১টায় সৈকতের সুগন্ধা পয়েন্টে গিয়ে দেখা যায়; সাগর উত্তাল, একের পর এক বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। আর এই ঢেউয়ে মেতেছেন ভ্রমণপিপাসুরা। কেউ এসেছেন পরিবার-পরিজন নিয়ে, কেউ এসেছেন প্রিয়জনকে সঙ্গে নিয়ে, আবার কেউবা এসেছেন বন্ধুদের সঙ্গে দলবেঁধে। সবারই প্রশান্তি যেন সাগরের নোনাজলে।

 

টানা ৩ দিনের ছুটিতে সকাল থেকে দলে দলে পর্যটকরা নামতে শুরু করে সৈকতের সবকটি পয়েন্টে। পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সাগরতীর।

Share: