প্রেস ওয়াচ রিপোর্ট: বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে

‘বাঙালির গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তি সংগ্রামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ভূমিকা নিয়ে এক আলোচনা সভা ৮আগস্ট সন্ধ্যা সোয়া ৭টায় অনুষ্ঠিত হবে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) এর উদ্যোগে ৮আগস্ট সন্ধ্যা সোয়া সাতটায় জুম ওয়েবনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

জানিপপ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ ‘র সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থাকবেন মাননীয় সংসদ সদস্য মনির।
এছাড়াও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্য এক জুম ওয়েবিনারে অনুষ্ঠিতব্য সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন চীনে নিযুক্ত কোনমিং এর কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলাম।
সেমিনারটি সঞ্চালনা করবেন রয়্যাল ইউনিভার্সিটি অফ ঢাকা’র সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান দিপু সিদ্দিকী।
আমন্ত্রিত অতিথিবর্গকে যথাসময়ে সংযুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে জানিপপ।